0
380

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিশির, সম্পাদক সোহাগ

দীর্ঘ ৯ বছর পর কচুয়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদ নির্ধারনে দলীয় গঠনতন্ত্রের নির্ধারিত কাউন্সিল দ্বারা ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর সোমবার চাঁদপুর স্টুডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে সভাপতি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৪শ ৮৫ ভোটারের মধ্যে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সর্বোচ্চ ২শ’ ৪১ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশির সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি সভাপতি প্রার্থী, দু’বারের সাবেক সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী পেয়েছেন ১ শ’৫৬ ভোট ও আওয়ামীলীগ নেতা মো. হুমায়ুন কবির মিয়াজী পেয়েছেন ৫৩ ভোট।

এর আগে সমঝোতার ভিত্তিতে সাধারন সম্পাদক পদে পুনরায় মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ নির্বাচিত হয়। একই দিনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ কচুয়া উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন এর নাম ঘোষনা করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ,জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব,চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল,আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মো. গোলাম হোসেন সহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৮ ডিসেম্বর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সহ কয়েকজন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন সম্মেলনের প্রথম পর্ব শেষে বিকাল ৩টায় দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন বসার প্রস্তুতিকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে কাউন্সিল অধিবেশন স্থগিত রাখেন ১৯ ডিসেম্বর সোমবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া কার্যালয়ে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে শাহজাহান শিশির, সাধারন সম্পাদক পদে পুনরায় মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও ১নং যুগ্ন সাধারন সম্পাদক পদে সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন নির্বাচিত হওয়ায় তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ ডিসেম্বর ২০২২