0
310
আওয়ামী লীগের উদ্যোগে মালদ্বীপে বঙ্গমাতার জন্মদিন উদযাপন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে আওয়ামী লীগের মালদ্বীপ শাখা। মালদ্বীপের রাজধানী মালের মাবিয়া মাগু’র একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আনিসের সঞ্চালনায় কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ সাদেক, বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ শাহজালাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী নুরে আলম রিন্টু।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। বক্তাগন বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। তিনি কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীই ছিলেন না, বাঙালির মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম কান্ডারি। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিলো আন্দোলন-সংগ্রামের।

মানুষের অধিকার প্রতিষ্ঠায় বার বার তাকে যেতে হয়েছে কারাগারে। আর সেই সময়ে সবকিছু শক্তহাতে যিনি সামলে নিয়েছেন, তিনি জাতির পিতার সহধর্মীনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও মোনাজাত  করা হয়।