nnbangla.comপ্রকাশক: মোহাম্মদ হোসেন সুমন জম্মদিন পালন

0
374
মালদ্বীপে আলোকিত চাঁদপুর সংগঠনের সভাপতির জম্মদিন পালন।

মো: আলআমিন , মালদ্বীপ থেকে: গতকাল মালদ্বীপের রাজধানী মালের তান্দুরি  রেষ্টুরেন্টে এ  মালদ্বীপস্থ চাঁদপুর প্রবাসীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সমাজসেবমুলক সংগঠন আলোকিত চাঁদপুর এর সভাপতি nnbangla.com প্রকাশক মো: হোসেন সুমনের জম্মদিন উপলক্ষে কেক কাটা দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।

উক্ত সংগঠন এর সিনিয়র সহ,সভাপতি আলমগীর মজুমদার এর সভাপতিত্বে ও মোঃ বিল্লাল হোসেন এর  পরিচালনায় জম্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ দুলাল মাদবর।

 এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এস.বাংলা এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা নুরে আলম রিন্টু,  ব্যাবসায়ী মো: জাকির হোসেন,  প্রবাসী সাংবাদিক মো: এমরান হেসেন তালুকদার, মো: মাহামুদুল হাসান কালাম,  মালদ্বীপ যুবলীগের সভাপতি মো:সেলিম ফরাজী, প্রবাসী শিল্পি মো: রবিউল আলম।

অনুষ্ঠানে বক্তারা হোসেন সুমনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন প্রবাসে আলোকিত চাঁদপুরের মতো একটি অরাজনৈতিক ও সমাজ সেবা মুলক সংগঠনের কার্যক্রমে আমাদের দেশের সম্মান অক্ষুন্ন রাখবে। আমরা এই ধরনের সামাজিক সংগঠনের সাথে সবসময় ছিলাম এবং থাকবো।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: সাদেক,  সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক মো: নুরুল আলম ভূইয়া, ব্যাবসায়ী মো: ফারুক হোসেন, মালদ্বীপের প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দু উপস্থিত ছিলেন।