টাইগারদের হার ও রংপুরের ঘটনা নিয়ে মাশরাফীর আবেগঘন স্ট্যাস্টাস

নিউজ ডেস্ক

0
748

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে যখন বাংলাদেশ ক্রিকেট দল হেরে যাচ্ছিল ঠিক তখনই আগুনে পুড়ছিল রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার জেলেপল্লী। এক দিকে ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির পূর্ণ সদস্য দেশ হয়েও সহযোগী দেশের কাছে হেরেছে ক্রিকেটদল। অন্যদিকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে হিন্দু সম্প্রদায়ের ২০টির বেশি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা নাড়া দিয়েছে সবার হৃদয়ে।

একই দিনে বাংলাদেশের দুটি ঘটনায় ব্যথিত হয়েছেন টাইগারদের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রংপুরে আগুনে পুড়তে থাকা জেলেপল্লীর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে। ’

তিনি আরও লিখেছেন, ‘এ লাল সবুজ তো আমরা চাইনি, কতো কতো স্বপ্ন, কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক তরুণের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর কমপক্ষে ২০টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।