মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস’ পালন করা হয়েছে।

0
317
মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস’ পালন করা হয়েছে।

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালন করা হয়েছে।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন যথাক্রমে মিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান জনাব মো: সোহেল পারভেজ ও তৃতীয় সচিব জনাব চন্দন কুমার সাহা।
এরপর মুজিবনগর ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস জানার জন্য আহ্বান জানান। এসময় তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি সকলকে ঐতিহাসিক মুজিবনগর ভ্রমণের জন্য অনুরোধ জানান। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাই কে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।