মালদ্বীপে যুগান্তরের প্রতিষ্টাবার্ষিকী পালন

0
323
মালদ্বীপে দেনিক যুগান্তরের প্রতিষ্টাবার্ষিকী পালন

সত্যের সন্ধানে নির্ভীক-এই স্লোগানকে ধারণ করে ২৩ বছরের কঠিন ও দুর্গম পথ পেরিয়ে দুই যুগে পা রাখল যুগান্তর। আগামী দিনেও সত্য, ন্যায় ও সম্ভাবনার পথে দেশ ও গণতন্ত্রের পক্ষে সাহসী অবস্থানে অবিচল থাকবে। কথা বলবে নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে। প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলামের দেখানো পথে দেশে সুশাসন প্রতিষ্ঠায় কোনো ছাড় দেবে না। এই দৃঢ়প্রত্যয়ে দেশের সাথে মালদ্বীপে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত এগারো টায়, মালদ্বীপের রাজধানী মালে তান্দুরি ফিল্মস রেস্টুরেন্টে এক কেক কাটা ও দোয়ার আয়োজন করে মালদ্বীপ যুগান্তর পাঠক ফোরাম ।

বাংলাদেশি ব্যাবসায়ী আরিফুর রহমান এর উদ্যোগে, দীর্ঘদিন ধরে মালদ্বীপ থেকে যুগান্তরের লিখে আসা প্রবাসী লেখক, মোহাম্মদ মাহামুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রবাসী ব্যাবসায়ী ও মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর, প্রবাসী ব্যবসায়ী ও মালদ্বীপ বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান, বিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, প্রবাসী ব্যবসায়ী মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নেহের মিয়ার রানা, প্রবাসী ব্যবসায়ী ও ঢাকা টেডার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন,  মালদ্বীপ বিএনপির সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী ও মালদ্বীপ আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মনির হোসেন, প্রবাসী ব্যবসায়ী ও মালদ্বীপ বিএনপি সহ-সভাপতি মো: আলতাব হোসেন, মো: ফারুক হোসেন, প্রবাসী সোশ্যাল ওয়াকার এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন সহ মো: খলিলুর রহমান, মো: নাছির উদ্দিন, মো: মানির হোসেন, রবিউল আলম, হালিম, এনামুল, মোহাম্মদ আলি,সবুজ সহ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলোকিত চাঁদপুর সংগঠন এর নেতা মোহাম্মদ বিলাল হোসেন ।