নাটোর প্রেসক্লাবে কম্পিউটার প্রদান করলো জনতা ব্যাংক

0
228
নাটোর প্রেসক্লাবে কম্পিউটার প্রদান করলো জনতা ব্যাংক

নাটোর, ১৭ নভেম্বর, ২০২২ (বাসস) : পেশাগত কাজে সহযোগিতার নিদর্শন হিসেবে নাটোর প্রেসক্লাবকে জনতা ব্যাংক লিমিটেড দুই সেট অত্যাধুনিক কম্পিউটার প্রদান করেছে। গত রাতে নাটোর প্রেসক্লাবের নব নির্মিত ভবনে কম্পিউটার দু’টি হস্তান্তর করেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক অজিত কুমার পাল।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায়, ডেইলী অবজারভার প্রতিনিধি এস এস সেদরুল হুদা ডেভিড এবং ডিবিসি নিউজ ও সংবাদ প্রতিনিধি পরিতোষ অধিকারী।

জনতা ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা এবং নাটোর প্রেসক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। জনতা ব্যাংকের কম্পিউটার সেট দু’টি গ্রহণ করেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী।