ফের জাতীয় সঙ্গীত শুনে কাঁদলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

0
993

ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘন ঘন সমালোচনায় মুষড়ে পড়ছেন। বাজে খেললে হতাশ হচ্ছেন। আবার মাঠে জাতীয় সঙ্গীত শুনলে কেঁদে ফেলছেন। ফের তা দেখা গেল। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে জাতীয় সঙ্গীত শুনে ফের কেঁদে ফেললেন তিনি।

পাপুয়া নিউগিনি ম্যাচের পর মাহমুদউল্লাহ বলেন, তাদের যেন ছোট করে না দেখা হয়। গণমাধ্যম ও বিসিবি সভাপতির সমালোচনা করেন তিনি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় সঙ্গীতের সময়ও কেঁদে ফেলেন টাইগার অধিনায়ক।

এবার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কাঁদলেন মাহমুদউল্লাহ। ঝরালেন চোখের পানি! তার চোখ মোছার দৃশ্য ধরা পড়ল টিভি ক্যামেরায়।

স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পিএনজিকে হারিয়ে সুপার টুয়েলভে ওঠে তারা। তবে এ পর্বে শ্রীলংকা ও ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ফিকে হয়ে গেছে তাদের। সেখান থেকে ঘরে দাঁড়াতে ক্যারিবীয়দের মোকাবেলা করছে লাল-সবুজ জার্সিধারীরা।