কালিয়াকৈরে মহাসড়কে পুলিশের অভিযান মোটরসাইকেল আটক, মামলা ও জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

0
320

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়েছে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ। অভিযান চালিয়ে প্রায় অর্ধশত মোটরসাইকেল আটক করা হয়। এসময় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা ট্রাফিকের টিআই (প্রশাসন) খাইরুল হাসান সরকারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় প্রায় অর্ধশত মোটরসাইকেল আটক করে পুলিশ।

এসময় রেজিস্ট্রেশন বা কোনো কাগজপত্রসহ বিভিন্ন অনিয়ম থাকায় ২০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়া কাগজপত্র যাচাই ও জরিমানা করে অন্যান্য মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়েছে।

গাজীপুর জেলা ট্রাফিকের টিআই (প্রশাসন) খাইরুল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ মোটরসাইকেল গুলো কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অবৈধ মোটরসাইকেল রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।