আওয়ামী মৎস্যজীবি লীগের আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

0
352

দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নি সংযোগ, লুটপাট ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শনিবার বিকেল চারটায় ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আয়োজনে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে হতে শোভা যাত্রা বের হয়ে জনতা ব্যাংক মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।

নগরকান্দা উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানবতার ফেরিওয়ালা খ্যাত, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ন-আহ্বায়ক বোরহানুস সুলতান, মামুন আল কাওসার, মমিনুর রহমান সবুজ, আব্দুস কুদ্দুস, উত্তম কুমার মালো, জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব ফরিদ মিয়া, যুবলীগ নেতা শেখ জাহিদ হোসেন, ইলিয়াস মাতুব্বর, মাহমুদ হাসান, আনিসুর রহমান আনিস, শামীম আহম্মদ রিপন, আতিকুর রহমান আতিক প্রমুখ।

কাজী আব্দুস সোবহান বলেন, দেশে যারা সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থার আহ্বান জানাচ্ছি।