বাঁচা মরার ম্যাচে শুরুতেই লিটনের বিদায়

স্পোর্টস ডেস্ক

0
683

টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ওমানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। টাইগারদের জন্য এ ম্যাচ ডু অর ডাই, অর্থাৎ হারলেই বাদ। বাঁচা-মরার ম্যাচে শুরুতেই উইকেট হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে এক উইকেটে ২১ রান।

ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাঈম শেখ। দেখেশুনে শুরুর চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন লিটন।

ইনিংসের তৃতীয় ওভারে বিলাল খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। এর আগে ৭ বলে মাত্র ৬ রান করেন তিনি।