কৌশানীর পর চাঁদপুরে বনি

বিনোদন ডেস্ক

0
669

কলকাতার আলোচিত নায়ক বনি সেনগুপ্ত ঢাকায় এসেছেন। ‘মানব দানব’ছবির শুটিং-এ অংশ নিতে আজ রোববার দুপুর ১টা ১০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কাল থেকে ছবির শুটিং শুরু হবে। বনি ছাড়াও শুটিংয়ের জন্য ঢাকায় এসেছেন রজতাভ দত্ত ও ভরত কল।

আজ সন্ধ্যায় চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন কলকাতার বনি। সেখানেই হবে ছবির শুটিং। সম্প্রতি বনির প্রেমিকা কৌশানী মুখার্জীও একই প্রযোজনা সংস্থার অন্য একটি ছবির শুটিংয়ে বাংলাদেশে এসেছিলেন। তিনিও চাঁদপুরেই ছবির শুটিংয়ে অংশ নেন।

‘মানব দানব’পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। এই ছবিতে শুরুতে বনির বিপরীতে নায়িকা হিসেবে দীঘির নাম শোনা যায়। তবে শেষ পর্যন্ত ছবিতে কাজ করেননি দীঘি। নতুন নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন নবাগত রাশিদা জাহান শালুক।