পিঠখোলা ব্লাউজে ভক্তদের নজর কাড়লেন মিথিলা

বিনোদন ডেস্ক

0
658

দুই বাংলার জনপ্রিয় নাম রাফিয়াত রাশিদ মিথিলা। অভিনয় কিংবা সংসার সবখানেই সমানতালে মানিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। এবার দুর্গাপূজা উপলক্ষে নতুন রূপে দেখা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়ার দিন সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিশেষ ছবি গুলো। আর ক্যাপশনে লিখেছেন, শুভ বিজয়া। আসছে বছর আবার হবে! মহাসমারোহে হবে!

ছবিতে দেখা যায়, লালপেড়ে সাদা শাড়ি, লাল রঙের পিঠখোলা ব্লাউজ, খোঁপা করা চুলে জুঁই ফুলের মালা, কপালে লাল টিপ, তাকিয়ে আছেন ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে; যেন সাক্ষাৎ দেবী! কিন্তু না, খেয়াল করলে দেখা যায়, তিনি আসলে অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলাকে পূজার সাজে দেখে তার ভক্তরাও মুগ্ধ। ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলো। লাইক দেওয়ার অপশন রাখলেও তবে কমেন্ট অপশন সীমাবদ্ধ করে রাখায় এতে তেমন কেউ মন্তব্য করতে পারেননি।

কয়েক মাস স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে ভারতে থাকার সুবাদে শোনা গিয়েছিল, কলকাতায় দুর্গাপূজা উদযাপন করবেন তিনি। তবে তিনি সপ্তাহ দুয়েক আগে নিশ্চিত করে বলেছিলেন, কলকাতা নয়, ঢাকাতেই হবে তার পূজা। কয়েক দিনের মধ্যে সৃজিতও আসবেন ঢাকায়।