আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে কার্গো জাহাজ এবং মাছ ধরার নৌকার সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩ এপ্রিল) রাতে ওই দুর্ঘটনা ঘটেছে।
দেশটির সরকারি কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, হেবকো পায়োনিয়ার নামে দুর্ঘটনা কবলিত জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ৩০ হাজার টন। ওই জাহাজ এবং মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। তবে দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।
একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।