WWW.ANB24.COM

ন্যায়ের কথা বলি

বড় পর্দায় মিথিলার অভিষেক, ছবির নাম ‘অমানুষ’

✍ বিনোদন ডেস্ক

বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন নিজেই।

‘অমানুষ’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন। গতকাল শনিবার ছবিতে চুক্তিবদ্ধ হন মিথিলা ও নিরব।

পরিচালক অনন্য মামুন জানান, কিছুদিন আগে ছবির গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারবো।

থ্রিলার ধাঁচের ‘অমানুষ’ ছবির মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।

%d bloggers like this: