মালদ্বীপে বাংলাদেশি একটি ব্যাংকের শাখার
মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি
১৪ জানুয়ারী ২০২১ মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক (MMA)-এর গভর্নর জনাব আলী হাশিম মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল মো. নাজমুল হাসান।
সাথে ছিলেন দুতালায় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ
দুতালায় সুত্রে জানা যায় এ সময়ে ভাতৃ প্রতিম দু’টি দেশের ব্যাংকিং সেক্টরে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় ।
উল্লেখ্য, আলোচনায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিকে গুরুত্ব দেয়া হয়।
তারমধ্যে ডলারের পরিবর্তে মালদ্বীপের রুপিয়া MVR-এ প্রবাসী বাংলাদেশীদের নিজ দেশে অর্থ প্রেরণ এবং মালদ্বীপে বাংলাদেশি একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে মান্যবর রাষ্ট্রদূত গভর্নর মহোদয়ের সহযোগিতা কামনা করেন ।
মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহেব বলেন যে বাংলাদেশি কর্মীরা নিজ দেশে অর্থ প্রেরণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি অবহিত রয়েছেন ।
উল্লেখ্য এ বিষয়ে গভর্নর মহোদয় মালদ্বীপের অবস্থান তুলে ধরেন এবং তার সরকার ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে বলে উল্লেখ করেন।
সূত্র বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ