দুঃখ কষ্ট সমস্যাহীন জীবন হয় না, এইগুলো থেকে পালানো ও যায় না,
জীবন ঘরে, মনের প্রাসাদে এইগুলু আঘাত হেনেই যাবে ভিন্ন ভিন্ন সময়ে হরেক রুপে।
জীবন যতদিন থাকবে, এইগুলা নিয়েই চলতে হবে,
মানতে না চাইলেও এইটাই চির সত্য বাস্তবতা।
চাইলেও যা পাল্টানো যাবে না…..।
বেশী না ভেবে, পডে থাকতে দিন না এইগুলাকে ঘরের কোন একটি কোনের মেঝেতে।
মনের প্রাসাদটা সৃষ্টিকর্তার প্রেমময় মোহাব্বত দিয়ে এমন ভাবে তৈরি করে নিন যেন ভেংঙ্গে না পডে।
আর
মনের জানালাটা ঈমানী ধৈর্য শক্তি দিয়ে সাজিয়ে এত বড় করে নিন যেন রহমতের প্রশান্তির আলোয় আলোকিত হয়ে থাকে জীবন যুদ্ধের সূর্যাস্ত পর্যন্ত ।
জানেন তো, সৈনিক কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসেনা, সামনের দিকেই চলতে থাকে।
আর আপনি হলেন….
সেই জীবন যুদ্ধের এক সাহসী নির্বিক সৈনিক…
এখন সিদ্ধান্ত আপনার…
হেরে গিয়ে কষ্টকে জয়ী করে দিবেন….
নাকি, ঠিকে থেকে নিজেকে মূল্যায়ন দিবেন….।
—- ভালোবাসা অবিরাম —-
লিখাঃ- 👉 ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী
