জিএম কাদেরের ‘নীরবতা’র অনুবাদ— নির্বাচনকালীন সরকার হবেই!

0
320
জিএম কাদেরের ‘নীরবতা’র অনুবাদ— নির্বাচনকালীন সরকার হবেই!

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ৩ দিনের সফরে সম্প্রতি দেশটিতে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ওই সফরে আলোচনার বিষয়বস্তু কী ছিল তা নিয়ে এখনো মুখ খুলছেন না তিনি। এ অবস্থায় চারদিকে নানা কথা ছড়াচ্ছে, নতুন ‘ইস্যু’ ডালপালা মেলছে। সফরে যাওয়া জাপার অন্য নেতারাও মুখ না খোলায় এ বিষয়ে সংবাদ মাধ্যমও খুব একটা তথ্য পাচ্ছে না।

জাতীয় পার্টির একাধিক নেতা বলছেন, জিএম কাদের ভারত থেকে আসার পর দলের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এ মুহূর্তে স্ত্রীর চিকিৎসার জন্য ব্যাংককে আছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুও। যে কারণে বৈঠক ডাকা সম্ভব নয়। তবে ব্যক্তিগতভাবে দলের প্রেসিডিয়ামের কয়েকজন সদস্য জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ভারত সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তাদের জানিয়েছেন। তবে কী আলোচনা হয়েছে, বিষয়বস্তু কী ছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। ওই নেতাদের ভাষ্য, একটা বার্তা পরিষ্কার— আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।-সূত্র: ঢাকাপোষ্ট।