প্রবাসের মাটিতে দেশের সুনাম বয়ে আনতে গুরুত্বপূর্ন ভূমিকার সহায়ক হিসেবে কাজ করে যাচ্চেন বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিকরা যারা কর্মের পাশাপাশি বাংলাদেশী প্রবাসীদের সমসাময়িক বিষয়গুলো তুলে ধরেন প্রতিনিয়ত এমন একটি সংগঠন প্রবাসী সাংবাদিক ইউনিটি, মালদ্বীপ।
যার সভাপতি হিসেবে মোঃ এমরান হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক অনিক এর নেতৃত্বে মালদ্বীপে বেশ সুনামের সাথে এই সংগঠনি প্রবাসী অসহায় মানুষের মুখপাত্র হিসেবে কাজ করছে, সাথে সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
একটি কুচক্রী মহল তিলে তিলে গড়া আমাদের সম্মানকে ধুলিস্যাৎ করার জন্য হিংসাত্মকভাবেই মরিয়া হয়ে উঠেছে।
গতকালকে আপনার বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টালে ” মালদ্বীপ সাংবাদিক ইউনিটি বিলুপ্ত”” শিরোনামে যে নিউজটি প্রকাশিত হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমরা প্রবাসী সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি।