মালদ্বীপ প্রবাসী খায়রুল আমিন প্রদান এর জন্মদিন পালন।

0
320

মালদ্বীপ প্রতিনিধি:প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ খায়রুল আমিন প্রদান এর ৪০’তম জন্মদিন উপলক্ষে প্রবাসী সংগঠন বন্ধু মহল এর উদ্যোগে বৃহস্পতিবার (২য়ে মার্চ) রাজধানী মালের গ্রাউন্ড ভিউ রেস্টুরেন্টে বাংলাদেশ সময় রাত ১২টা একমিনিটে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্য বৃন্দ, গাজী সাদেক, মো. সুমন হোসেন, নুর আলম ভুঁইয়া, আনিছুর রহমান, এ’আর মামুন, হুমায়ুন কবির প্রমুখ।

খায়রুল আমিন প্রদান তার জন্মদিন উপলক্ষে বলেন- ২য়ে মার্চ আমার জন্মদিন, আমার পরিবারও পরিবারের বাহিরে প্রবাস জীবনে আরো একটি পরিবার আছে, যারা সকলেই আমার পরিবারের সদস্যর মত সুখে, দুঃখে এক সঙ্গে থাকা সংগঠনের ও সামাজিক কাজ করার সঙ্গী, কারো বিপদের সময় তার পাশে দাড়ানোই পরিবারটির নিত্যদিনের কাজ। ঠিক আজও তার ব্যাতয় ঘটেনি সবাই কেক, ফুল, ছোট, ছোট গিফট সহ হাজির সত্যিই আমি আনন্দিত! তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে।

এছাড়াও প্রবাস ও দেশ থেকে অনেক ভালোবাসার মানুষ গুলো যারা আমার ফেইজবুকে হোয়াটসএ্যাপ, মেসেঞ্জার, ইমু ও মেসেজের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন আমার সবার প্রতি কৃতজ্ঞতা রইল।