যুবককে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন জর্ডানিয়ান মহিলা পুলিশ

0
458

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি: জর্ডানের একটি সড়কের ব্রিজের উপর থেকে আত্মহত্যার চেষ্টাকারী যুবকের প্রাণ বাঁচিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হলেন এক জর্ডান মহিলা পুলিশ অফিসার I রবিবার জর্ডানের একটি ব্যস্ততম সড়কের ব্রিজের উপর মানসিক ভাবে ভেঙ্গে পড়া এক জর্ডানিয়ান যুবক আত্মহত্যার করতে চেষ্টা করলে দ্রুত ঘটনাস্থলে জর্ডান পুলিশ পৌঁছায় এবং যুবকটিকে আত্মহত্যা না করতে অনুরোধ করে I

ঘটনাস্থলে উৎসুক জনসাধারণও যুবকটিকে আত্মহত্যা না করতে নানা ভাবে চেষ্টা করে তবুও যুবকটি কারো কোন কথা শুনেনি, অবশেষে দায়িত্বরত সুন্দরী জর্ডান মহিলা পুলিশ অফিসারের বিশেষ অনুনয় ও অনুরোধে ব্রিজের রেলিংয়ের উপর থেকে নেমে আসেন I

আর এভাবেই রক্ষা পায় একটি মানসিক ভাবে ভেঙে পড়া যুবকের প্রাণ, উপস্থিত জনসাধারণের কেউ একজন মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায় I তবে কি কারণে যুবকটি আত্মহত্যার চেষ্টা করেছিল তা এখনও জানা যায়নি|পরবর্তীতে যুবকটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় |