পতাকা থেকে ‘আল্লাহ’ সরিয়ে দিলো যুক্তরাষ্ট্র, ফিফাতে অভিযোগ ইরানের

0
304
পতাকা থেকে ‘আল্লাহ’ সরিয়ে দিলো যুক্তরাষ্ট্র, ফিফাতে অভিযোগ ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের শত্রুতা নতুন কিছু নয়। এবার সেই রেশ আছড়ে পড়ল কাতার বিশ্বকাপে। ২০২২ আসরের মাঝেই যুক্তরাষ্ট্রকে ১০ ম্যাচ নিষিদ্ধের দাবি জানিয়েছে ইরান। আলজাজিরা ও গোল ডটকমসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

চলমান বিশ্বকাপের মধ্যেই ইরানকে অবমাননা করেছে যুক্তরাষ্ট্র। ইরানি জাতীয় পতাকা বিকৃত করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে মার্কিন জাতীয় দল।

সম্প্রতি নিজেদের টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ইরানের পতাকার ছবি পোস্ট করেছে যুক্তরাষ্ট্র ফুটবল দল। তাতে ‘আল্লাহ’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বাদ দিয়েছে তারা।

ইরান বলছে, উদ্দেশ্য-প্রণোদিতভাবে বিকৃত এই পতাকা প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসটিভি বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের অন্যায় পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান জাতীয় ফুটবল ফেডারেশন। ইতোমধ্যে এ নিয়ে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনে (ফিফা) অভিযোগ জমা দিয়েছে তারা। চলমান বিশ্বকাপ পরিচালনার দায়িত্বে রয়েছে ফিফা।

ইরানের দাবি, এর মাধ্যমে ইরানের জাতীয় ও ধর্মীয় পরিচিতির ওপর আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।

ফিফার গঠনতন্ত্রের ১৩ নম্বর অধ্যায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংস্থার সদস্য দেশের জাতীয়-ধর্মীয় পরিচিতি ও প্রতীকের অবমাননা করলে তারা পরবর্তী অন্তত ১০ ম্যাচে নিষিদ্ধ হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ইরানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এর আগে মাঠের বাইরের লড়াইয়ে জড়িয়ে পড়ল তারা।