চাকুরির প্রলোভন দেখিয়ে কিশোীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

0
592
চাকুরির প্রলোভন দেখিয়ে কিশোীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পটুয়াখালীর গলাচিপায় চাকুরির প্রলোভন দেখিয়ে এক কিশোীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আসামিদের গলাচিপা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর গত রাতে উপজেলার হরিদেবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ওই দুই যুবক গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ওই তরুণীকে চাকুরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। সেখানে দু’দিন থাকার পর চাকুরি দিতে না পেরে গতকাল সকালে ফের গলাচিপা নিয়ে আসে। পরে বিকালে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিদেবপুর থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩৫) এর বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার নিউজ টোয়েন্টিফোরকে জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।