মদিনার জামাতের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মালদ্বীপে  পবিত্র শবে বরাত পালন করা হয়েছে

0
545
মদিনার জামাতের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মালদ্বীপে  পবিত্র শবে বরাত পালন করা হয়েছে

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি: যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মালদ্বীপে  পবিত্র শবে বরাত পালন করা হয়েছে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশী দের নিয়ে গঠিত সম্পুর্ন অরাজনৈতিক  ইসলামিক সংগঠন মদিনার জামাতের  উদ্যোগে গতকাল রাজধানী মালের, তান্দুরী ফেলমাস রেস্টুরেন্টে  এ কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়েছে। মদিনা জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্টাকালীন আহবায়ক মোহাম্মদ আলামিন এর পরিচালনায়   ইসলামীক আলোচনা করেন, মাওলানা মো: তাজুল ইসলাম,মাঃ মোঃ মহসিন কবির  হাফেজ ওমর ফারুক  হাফেজ, মোঃ সাদেক ।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) লিমিটেডের ডিরেক্টর মো. হান্নান খান কবির, এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) লিমিটেডের সিও মো: মাসুদুর রহমান, মালদ্বীপ আওয়মীলীগের উপদেষ্ঠা মো: মুজিবুর রহমান, এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) লিমিটেডের সিনিয়র কর্মকর্তা মো. হায়দার আলী সাবু, প্রবাসী ব্যবসায়ী মো: জাকির হোসেন, হাদিউল ইসলাম, মো: আলীম দূরানী, মো: মনির হোসেন,  মো: জহিরুল ইসলাম, মো: আলি, প্রবাসী সাংবাদিক মো: এমরান হোসন তালুকদার, মো: মাহামুদুল হাসান কালাম,  মালদ্বীপ আওয়ামীগ সাংগঠনিক সম্পাদক এম.আর. মো: কামাল হোসেন, সহ-সভাপতি  ফাইজুর রহমান,  শাহাজালাল সিকদার, প্রবাসী স্যোসাল ওয়ার্কাস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক মো: মনির আর   হেসেন।

অনুষ্ঠানে ইসলামিক আলোচনা শেষে, নৈশ্যভোজের আয়োজন করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন ভুইয়া,  এ আর  মামুন  ,  মোঃ আলি মো: সজিবুল ইসলাম সজীব , মোঃ ভুবন,  ওসমান খান আপন, মোঃ সাগর  মোঃ রাজু,  মোঃ রুবেল মানবিক  নাছির হোসাইন,  মোহাম্মদ  মনির হোসাইন, মোঃ সামিরুল,  মোঃ দুলাল হোসেন মাইজভান্ডারি  রায়হান উদ্দিন মজুমদার,    মোঃ নাহিদ মোঃ রিয়াদ   মোঃ মুন্না  মোঃ রাকিব  মোঃ কুদ্দুস মোঃ পারভেজ মোমারফ প্রমূখ্।