মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

0
368
বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরারল মোহাম্মদ নাজমুল হাসান।

মালদ্বীপ প্রতিনিধি: সাপ্তাহিক ছুটির দিনে গত ১৮-১৯ নভেম্বর (শুক্র-শনিবার) মালদ্বীপের ফুভামুল্লাহ আইল্যান্ড সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরারল মোহাম্মদ নাজমুল হাসান। মতবিনিময় সভায় শুরুতে  দূতালয়ের প্রথম সচিব মো. সোহেল পারভেজ কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও স্থানীয় আইন সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

সভায় হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে স্থানীয় ফুভামুল্লাহ সিটি কাউন্সিল এর মেয়র ও কাউন্সিলরবৃন্দের সঙ্গে প্রবাসীদের সুযোগ সুবিধা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক মিলিত হন।  সফরকালে হাইকমিশনের পক্ষ হতে মালদ্বীপের  MTCC কোম্পানির ওয়ার্কসাইট ভিজিট করা হয় ও সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান এর নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল ফুভামুল্লাহ আইল্যান্ড সফর উপলক্ষে প্রবাসীদের স্থানীয় প্রবাসীদের জন্য  বাংলাদেশি চিকিৎসকদের সহযোগিতায় ফ্রি ফ্রাইডে ক্লিনিক অনুষ্ঠিত হয়। উক্ত ক্লিনিক এ প্রায় একশত প্রবাসী বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।