বিশ্ব শিশু দিবসে ১১ বছরের হিন্দু ছেলেকে যৌন নির্যাতনের পর খুন পাকিস্তানে

0
552
বিশ্ব শিশু দিবসে ১১ বছরের হিন্দু ছেলেকে যৌন নির্যাতনের পর খুন পাকিস্তানে
শুক্রবার সন্ধ্যায় ছেলেটি নিখোঁজ হয় এবং শনিবার তার লাশটি সিন্ধু প্রদেশের খায়রপুর মির এলাকার বাবরলোই শহরের একটি পরিত্যক্ত বাড়িতে পাওয়া যায়।

শনিবার ছিল বিশ্ব শিশু দিবস। আর সেই দিনেই পাকিস্তানে মর্মান্তিক পরিণতি হল ১১ বছর বয়সী এক সংখ্যালঘু হিন্দু শিশুর। এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শনিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১১ বছর বয়সী এক হিন্দু ছেলেকে যৌন নির্যাতন ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ছেলেটি নিখোঁজ হয় এবং শনিবার তার লাশটি সিন্ধু প্রদেশের খায়রপুর মির এলাকার বাবরলোই শহরের একটি পরিত্যক্ত বাড়িতে পাওয়া যায়।

সূত্র: https://bangla.hindustantimes.com/nation-and-world/11-year-old-pakistan-hindu-boy-sexually-arassed-then-killed-sindh-province-31637480496713.html