স্বামী-স্ত্রী নয়, পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধু হিসেবেই থাকবেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। টুইট করে এমনটাই ঘোষণা দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। তিনি জানিয়েছেন, পিয়ার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক মনে রাখার মতোই ছিল। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য স্বামী-স্ত্রী হিসেবে তারা আর থাকতে পারছেন না।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার থেকে এ খবর জানা গেছে। অনুপমের এটি দ্বিতীয় বিবাহবিচ্ছেদ।
অনুপম কৃতজ্ঞতা জানিয়েছেন, বন্ধু, পরিবার এবং শুভানুধ্যায়ীদের যারা বরাবর পিয়া ও তার পাশে থেকেছেন এবং তাদের প্রত্যেকটি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। সেই সমানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও থাকে, তার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তাদের বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথা বলেছেন তিনি। যদিও এ প্রসঙ্গে পিয়ার পক্ষ থেকে থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।