প্রবাসী নতুন প্রজন্মকে দেশে বিনিয়োগের আহ্বান

0
714
ম্যানচেস্টারে দ্বিতীয় রোডশোতে সালমান এফ রহমান
অর্থনৈতিকভাবে বদলে যাওয়া নতুন বাংলাদেশে তরুণ প্রবাসী প্রজন্মকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের তরুণ প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য যোগাযোগ করেছেন। বাংলাদেশে এখন বিনিয়োগের সুন্দর পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের রয়েছে নানা ধরনের ছাড়। যেকোনো সময় মুনাফা তুলে নেয়ার সুযোগ রয়েছে। বৈশ্বিক করোনার মধ্যে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। আমদানি-রপ্তানি সচল রয়েছে। ফলে বাংলাদেশে বিনিয়োগে মুনাফার সম্ভাবনা অনেক বেশি।
গতকাল ফুটবলের জন্য খ্যাতি পাওয়া শহর যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সূত্র: মানবজমিন।