নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

0
321

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে জেলা শহর মাইজদী টাউনহল মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সংগঠন।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়। স্কুল-কলেজ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

বিভিন্ন সামাজিক সংগঠনের বক্তারা জানান, বাংলাদেশের প্রাচীন জেলার মধ্যে নোয়াখালী জেলা অন্যতম। তাই নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার সমন্বয়ে নোয়াখালীকে ১০ম প্রশাসনিক বিভাগ হিসেবে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান বৃহত্তর নোয়াখালী বাসী। পরে তারা প্রধান সড়কে এক বিশাল র‌্যালী করেছে। এই সময় সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মোরশেদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।