পর্যটকদের প্রিয় চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকত

অনলাইন ডেস্ক

0
650

চট্টগ্রামের দক্ষিণে আনোয়ারা উপজেলায় রয়েছে ১৩ কিলোমিটার দীর্ঘ পারকি সমুদ্রসৈকত। চট্টগ্রাম নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলি নদী পেরোলেই এ সৈকত।

কর্ণফুলি নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্রসৈকত এবং পূর্ব-দক্ষিণ তীরে পারকি সমুদ্রসৈকত। পর্যটকদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। বিচে ঢোকার পথে সরু রাস্তার দু’পাশে সারি সারি গাছ চোখে পড়ে। কক্সবাজার সমুদ্রসৈকতের মতো অসংখ্য ঝাউগাছ রয়েছে, যা দেখে মনে হয়েছে, আমরা কক্সবাজারেই আছি।

সাগরপাড়ে পর্যটকদের ফুটবলখেলা দেখে আমরাও তাদের সঙ্গে ভিড়ে গেলাম। আমরা যেখানে খেলছিলাম তার পাশেই দেখতে পেলাম ১৬৮ মিটার দৈর্ঘ্যের ‘এমভি ক্রিস্টাল গোল্ড’ নামে আটকে থাকা একটি জাহাজকে ঘিরে মানুষ ছবি ওঠাতে ব্যস্ত। আমরাও কিছু ছবি তুললাম। জানতে পারলাম, ঘূর্ণিঝড়ে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় সৃষ্ট ঢেউয়ের কারণে চলে আসা জাহাজটি আনোয়ারা পারকির চরে আটকে পড়ে। জাহাজটি চার-পাঁচ তলা বিল্ডিংয়ের সমান হবে। সমুদ্রের তীরে অসংখ্য পর্যটক। শুক্রবার হওয়ায় এই অবস্থা। শিক্ষা সফরের জন্য বলা যায়, এটি একটি আদর্শ জায়গা।