চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ

মোঃ এমদাদ উল্যাহ, কুমিল্লা

0
394

কুমিল্লার চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের চেয়ারম্যান টিপু সুলতান।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন মিশু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারী, ডিএমডি আবদুল মোমিন, দৈনিক যায়যায়দিন পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি বেলাল হোসাইন, অভিভাবক মোঃ ইসমাঈল, নিলুফা বেগম, শিক্ষক হাজেরা আক্তার, লাকী আক্তার, মোঃ মোস্তফা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও পরীক্ষার ফলাফল ফল ঘোষণা করা হয়।