হিলিতে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি

0
362

দিনাজপুরের হিলিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলমের সভাপত্বিতে উপজেলা পরিষদ মিলানায়তনে দোয়া ও আলোচনা সভা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ, বিশেষ অতিথি ছিলেন, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার শামীম, প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলনসহ বিভিন্ন মসজিদের ইমামগন।