রংপুরে প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ

সাইফুল্লাহ খাঁন, রংপুর

0
370

রাষ্ট্র ধর্ম ইসলাম ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় যুব সংহতি।

দুপুরে দলটির জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর সেন্টাল রোড জাতীয় পার্টি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে আবার সেখানেই শেষ হয়।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের প্রতিকী ছবিতে জুতা মেরে তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেতা কর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেয়ার কথা বলে প্রতিমন্ত্রী মুরাদ হাসান মন্ত্রী হিসেবে তার শপথের শর্তভঙ্গ করেছেন। সম্প্রীতি বিনষ্টকারীদের মন্ত্রীর দ্রুত অপসারণ দাবি করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।