নগরকান্দায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃংখলা মিটিং

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

0
231

ফরিদপুরের নগরকান্দায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃংখলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চরযোশোরদি ইউনিয়নের মুকুন্দপুটি গ্রামে এ মিটিংয়ের আয়োজন করে থানা পুলিশ।

এসময়, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান। উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, খন্দকার ওহিদুল বারী আলম, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম রিজু সহ এলাকার গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য মুকুন্দপুটি গ্রামের এক ব্যক্তির ফেইসবুকের স্টাটাসকে কেন্দ্র করে এলাকায় একাধিক বার সাম্প্রদায়িক দন্দের সৃষ্টি হলে, আইনশৃংখলা পরিস্থতি জোরদার করা হয়। আর এই সাম্প্রদায়িক দন্দের যেন পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যেই এই বিশেষ মিটিংয়ের আয়োজন করে পুলিশ।