সৌদি প্রবাসী কুমিল্লা জেলা আ.লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

সৌদি আরব প্রতিনিধি

0
475

যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করেছে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামীলীগ।

সংগঠনের সহ-সভাপতি বাবু নন্দলাল সরকারের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল বশির।

জন্মদিন উপলক্ষে রিয়াদে মেডিনোভা ক্লিনিক হলরুমে কেক কাটে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামীলীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস অফ বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ন্যানো বিজ্ঞানী ডঃ রেজাউল করিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সৌদি আরব প্রবাসী ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী খান, প্রবাসী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য সচিব দিদারুল আলম, কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এনামুল হক ভূঁইয়া, যুগ্ন সম্পাদক ফারুখ খান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, মহিউদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক পেয়ার আহমেদ ভূঁইয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি জাকিরুল ইসলাম, মেডিনোভা ক্লিনিক এর চেয়ারম্যান নুরুল আলম, মেডিনোভা ক্লিনিক এর এমডি কেফায়েত উল্লাহ সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।