লিটনের পর ফিরলেন মেহেদি

স্পোর্টস ডেস্ক

0
717

লিটনের পর ফিরলেন মেহেদি। চার বলে শূন্য রান করা এই ব্যাটারকে আউট করতে নিজের বলেই ক্যাচ ধরেছেন ফায়াজ বাট। দলীয় ২১ রানে দুই ব্যাটারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ।

জীবন পেয়েও ব্যর্থ লিটন

তৃতীয় ওভারের চতুর্থ বলে জীবন পাওয়া লিটন ফিরলেন পরের বলেই। স্কয়ার লেগে কাশ্যপ প্রজাপতি মোটামুটি সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন। তবে তা কাজে লাগাতে ব্যর্থ লিটন।

বিলাল খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন বাংলাদেশ ওপেনার। আউট হবার আগে করেছেন ৭ বলে ৬ রান। স্বাগতিক ওমানের বিপক্ষে প্রথম ধাক্কা খেল বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে এদিন এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ওপেনার সৌম্য সরকারকে বাদ দিয়ে নেয়া হয়েছে নাঈম শেখকে।

দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে স্কটল্যান্ড। ফলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

একাদশ

লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।