রংপুরে যুবলীগের শান্তি ও সম্প্রীতি র‍্যালী

সাইফুল্লাহ খাঁন, রংপুর

0
367

দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে রংপুর জেলা ও মহানগর যুবলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে শান্তি ও সম্প্রীতির সমাবেশে বক্তব্য রাখেন রংপুর বদরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক। এর আগে দলীয় কার্যালয় থেকে র‍্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরী, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষিণ চন্দ্র দাস, কামরুজ্জামান শাহীন, জেলা যুবলীগ নেতা ডিজেল আহমেদ, জাহিদুল ইসলাম বাবু, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এ বি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ যবলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।