পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি ভারতীয় নেতাদের

স্পোর্টস ডেস্ক

0
576

আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তবে সময়ের সঙ্গে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা বাড়ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচ বাতিলের পক্ষে আওয়াজ জোরাল করছে প্রভাবশালী সব ভারতীয় নেতারা।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে বেসামরিক নাগরিকদের হত্যা বেড়েই চলেছে। ১৫ অক্টোবর কুলগামে দুই বেসামরিক ভারতীয় নাগরিককে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। তারা জম্মু-কাশ্মীরের বাসিন্দাও ছিলো না। উত্তর প্রদেশে থাকতেন তারা। নিহতের স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ পূনর্বিবেচনা করার কথা বলেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গিরিরাজ সিং বলেন, ‘ভারত পাকিস্থানের ম্যাচটি আবার বিবেচনা করা দরকার। কারণ জম্মু-কাশ্মীরের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিবেশ চলছে।’

এছাড়া এই ম্যাচ বাতিলের দাবি তুলেছেন পাঞ্জাবের মন্ত্রী পারগাত সিং-ও, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়ানো উচিত নয়। কারণ দুই দেশের সীমান্তের অবস্থা এখন স্বাভাবিক নয়। দুই দেশই খুব চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সমস্যা আরও বাড়তে পারে- এমন কিছু করা উচিত নয় আমাদের।’

তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচটাকে অন্য দশটা ম্যাচ হিসেবেই দেখতে বলেছেন। তিনি বলেন, ‘আমি এই ম্যাচটিকে অন্যসব ক্রিকেট ম্যাচ হিসেবেই দেখছি এবং আমি জানি এই ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে, যেমনটা রয়েছে ম্যাচের টিকিট বিক্রি ও চাহিদা নিয়ে।’

দীর্ঘদিন ধরে চলতে থাকা এই দুই দেশের দ্বন্দ্বে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন স্থগিত রয়েছে। সবশেষ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান।