ইউপি নির্বাচনে নগরকান্দায় ৯টি ইউনিয়নে প্রার্থীদের মনোনয়ন দাখিল

মিজানুর রহমান, ফরিদপুর

0
401

ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে আজ (১৭ অক্টোবর) রোববার বিকাল ৫ টা পর্যন্ত। শেষ দিন পর্যন্ত উপজেলার নয়টি ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র নির্ধারিত রিটার্নিং কর্মকর্তাদের নিকট দাখিল করেছেন।

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৪ জন ও সাধারণ সদস্য পদে ২৮৭ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচন কমিশন ঘোষিত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলা ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।