মুক্তিযোদ্ধা হয়ে ফিরছি : মম

বিনোদন ডেস্ক

0
724

‘এর আগে বিভিন্ন গল্প-চরিত্রে অভিনয় করলেও মুক্তিযুদ্ধের গল্পে কাজ করা হয়নি। সেই আক্ষেপ এবার ঘুচলো। প্রথম আমি কোনো সরাসরি মুক্তিযুদ্ধের গল্পের ছবিতে অভিনয় করছি। গল্পটা অসাধারণ। মুক্তিযোদ্ধা হয়ে চলচ্চিত্রে ফিরছি যথাসাধ্য চেষ্টা করবো চরিত্রটি ফুটিয়ে তুলতে।’

নিজের নতুন ছবি ও চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী জাকিয়া বারী মম। তবে নাটক-চলচ্চিত্রে মমকে নিয়মিত দেখা গেলেও মাঝে বেশ কিছুদিন বিরতিতে ছিলেন এই অভিনেত্রী।

বিরতির কারণ হিসেবে তিনি আরো বলেন, ‘বিশেষ কোনো কারণে বিরতি নিইনি। কিছুদিন নিজেকে সময় দিতেই এই সাময়িক বিরতি ছিল। তখন মনে হয়েছিল নিজেকে একটু সময় দিতে কিছুদিন কাজ থেকে দূরে থাকতে হবে। তবে এই সময়টা দারুণভাবে উপভোগ করেছি। সারাক্ষণ বইয়ের মাঝে ডুবে ছিলাম। বলতে পারেন, অন্যরকম এক জগতের মধ্যে ছিলাম।’

এদিকে প্রতিটি ছবি ছবিইে নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করে এরইমধ্যে বেশ প্রশংসা অর্জন করেছেন মম। তার সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘স্ফুলিঙ্গ’ সেভাবে ব্যবসাসফল না হলেও তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সেই ধারাবাহিকতা নতুন ছবিটিতেও ধরে রাখতে চান তিনি। ‘ওরা সাতজন’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করছেন নির্মাতা খিঁজির হায়াত খান। দেশের সাত বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে।

এতে সাতজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন ডা. সাদ চরিত্রে ইন্তেখাব দিনার, মেজর লুত্ফর চরিত্রে অভিনয় করছেন খিঁজির হায়াত খান, সাব ইন্সপেক্টর সাইফ চরিত্রে সাফি, সার্জেন্ট মুক্তাদির চরিত্রে শাহরিয়ার ফেরদৌস সজীব, সোলায়মান কাজী চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, সুমিত চরিত্রে নাফিজ আহমেদ, নজরুল চরিত্রে খালিদ মাহবুব তুর্য এবং সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এরইমধ্যে সিলেটের জৈন্তার আশেপাশের এলাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা খিঁজির হায়াত খান বলেন, ‘একজন নাগরিক হিসেবে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্য সবসময়ই রয়েছে। একজন নির্মাতা হিসেবে আমি মনে করি, পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের একটি দলিল রেখে যাওয়া উচিত, যা পরবর্তী প্রজন্ম দেখে যেন দেশপ্রেম উদ্বুদ্ধ হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। নিঃসন্দেহে মম খুব ভালো একজন অভিনেত্রী এবং আমার বিশ্বাস এই ছবিতেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করবে।’

এছাড়া নাটক-সিনেমার পাশাপাশি এরইমধ্যে ওয়েব সিরিজেও কাজ করছেন মম। তার অভিনীত আশফাক নিপুণের ‘মহানগর টু’ দুই বাংলায় দারুণ প্রসংশিত হয়েছে।

ওটিটির কাজ নিয়ে মম আরো বলেন, ‘ওটিটি প্লাটফর্মকে পজিটিভলি দেখি। অনেক নতুনত্ব এসেছে ওয়েব সিরিজে। দর্শকরাও ভালোভাবে গ্রহণ করছেন। অনেক কাজ করার সুযোগ আছে মাধ্যমটিতে।’