বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়াই দেখা যাচ্ছে ‘জি বাংলা’

বিনোদন ডেস্ক

0
657

প্রায় ১৪ দিন পর ‘ক্লিন ফিড’ (বিজ্ঞাপনমুক্ত) নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে জনপ্রিয় ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। এরই মধ্যে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে চ্যানেলটির সম্প্রচার শুরু করেছেন।

বাংলাদেশে জি বাংলার পরিবেশক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানিয়েছেন, অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপনের সময়টিতে ওই চ্যানেলের অন্য অনুষ্ঠানের ‘প্রোমো’ দেখানো হচ্ছে।

ঢাকা ও অন্যান্য শহরের দর্শকরা জি বাংলা চ্যানেল দেখতে পাচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, বগুড়াসহ বেশ কয়েকটি জেলার দর্শকেরা জি বাংলা দেখতে পারছেন বলে কথা বলে জানা গেছে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা চ্যানেলগুলো সম্প্রচার করছি। ক্লিন ফিড না থাকা অনেক বিদেশি চ্যানেল এখন সম্প্রচারে নেই। জি বাংলা কর্তৃপক্ষ ক্লিন ফিড দেওয়ায় শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

সংগঠনটি জানিয়েছে, জি বাংলা ছাড়া ভারতের কালারস গ্রুপের (কালারস বাংলা) চ্যানেলগুলো দ্রুতই ‘ক্লিন ফিড’ নিয়ে দেশে সম্প্রচার শুরু করতে যাচ্ছে। অন্যরা বাংলাদেশের নিয়ম মেনে দ্রুতই সম্প্রচারে আসবে বলে আশাবাদী।