ছাত্রদলের হামলায় ৪ ছাত্রলীগ নেতা আহত

টাঙ্গাইল প্রতিনিধি

0
671

টাঙ্গাইলের বাসাইলে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৪ নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইন (২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সৌমিক (২০), সদস্য ছাব্বির (২৩) ও সানী (২২)।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার হাবলাবাজার এলাকায় মুসল্লিরা মিছিল বের করার চেষ্ট করেন। প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগ নেতারা মিছিলটি প্রতিহত করেন।

শনিবার দুপুরে ওই ছাত্রলীগ নেতারা মোটরসাইকেলে করাতিপাড়া এলাকায় পৌঁছলে ছাত্রদল নেতা নাজমুল, কাউসার, আলী আকবর, সিয়াম তাদের ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা ছাত্রলীগ নেতাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম সজীব বলেন, বাসাইল উপজেলার হাবলা থেকে চার ছাত্রলীগকর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাদের শরীরে কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে; ৩ জনের মাথা ও হাতে ধারালো অস্ত্রের কোপে জখমের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরান খান বিপুল বলেন, ৪ ছাত্রলীগ নেতার আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এর সঠিক বিচার না হলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি দেব।

বাসাইল থানার ওসি হারুনুর রশিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। দুইপক্ষই থানায় যোগাযোগ করেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।