আজও জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক

0
719

মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান খানের আজও জামিন হয়নি। এ কারণে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে আরিয়ানকে। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার হবে বলে জানিয়েছেন মুম্বাই সেশন আদালত।

এর আগে বুধবার (১৩ অক্টোবর) দীর্ঘ সময় জামিন শুনানির পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পর্যন্ত মুলতবি করা হয় জামিন শুনানি।

৭ অক্টোবর মুম্বাই আদালত শাহরুখপুত্রকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেই সময় আরিয়ানের অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেন শাহরুখের আইনজীবী। তাকে জামিন দিলে তথ্যপ্রমাণ এদিক-সেদিক হতে পারে ও তদন্তে ব্যাঘাত ঘটতে পারে এই যুক্তিতে ৮ অক্টোবর জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিল সিংহ। এ কারণে সেদিনও জামিন নাকচ হয় তার। এরপর ৯ ও ১০ অক্টোবর আদালত বন্ধ থাকায় ১১ অক্টোবর ফের জামিন আবেদন করেন আরিয়ানের আইনজীবী। কিন্তু তাতে কোনো ফল হয়নি।

সর্বশেষ ১৩ অক্টোবর জামিন শুনানির কথা থাকলেও সেদিন শুনানি শেষ না হওয়ায় আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জামিন শুনানি হয়।

এ মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি। যেখানে সবচেয়ে বেশি উঠে এসেছে আরিয়ানের ঘনিষ্ঠ আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার নাম।

এর আগে ২ অক্টোবর রাতে এক প্রমোদতরী থেকে অনেকটা ফিল্মি কায়দায় আটক করা হয় আরিয়ান খানসহ আরও কয়েকজনকে। রাতভর জেরার পর ৩ অক্টোবর দুপুরের দিকে গ্রেপ্তার করা হয় তাদের।