বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মালদ্বীপে বাঞ্ছারামপুর প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ২৭ই নভেম্বর ২০২৩, মালদ্বীপের রাজধানী মালের ৬৬ রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শাহজালাল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী সংগঠন মালদ্বীপ এর সাধারণ সম্পাদক ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী সংগঠন মালদ্বীপের উপদেষ্টা মোহাম্মদ বকুল হোসেন সাগর, মোহাম্মদ এরশাদ মোল্লা, মোহাম্মদ আলাউদ্দিন সরকার। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে দায়িত্ব ছিলেন, সজিব সরকার ও মোহাম্মদ আমির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে। তারে ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব) এমপি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনীত হওয়ায় প্রতিহিংসামূলক যেই কোন অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের প্রিয় বাঞ্ছারামপুরের মালদ্বীপ প্রবাসীদের দেশের আত্মীয় স্বজনদের কাছে আগামী নির্বাচনে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব) এমপি কে নৌকা মার্কায় ভোট দিতে ও জনমত গড়তে কাজ করতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই আমাদের দলীয় সিদ্ধান্ত। তাই আমাদের শপথ নিতে হবে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব) এমপিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
মালদ্বীপস্হ বাঞ্ছারামপুরের শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে আলোচনা সভায়, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নৈশ ভোজের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়