টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
417
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। মিরপুরে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টে নিজেদের ভাগ্য বদলাতে চায় সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যেই আজ ভারতের মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় টেস্টে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

ব্যাটিং নেওয়ার সময় নিজেদের চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন সাকিব। জানালেন, শুরুর দুই ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। তার কথা, ‘প্রথম দুই ঘণ্টা উতরে যেতে পারলে, আমাদের ভালো করা উচিত। মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো, পরের দিকে স্পিনারদেরও সাহায্য করবে।’

এরপর ভারত অধিনায়ক লোকেশ রাহুল জানালেন, তার সিদ্ধান্তও একই রকম হতো। বললেন, ‘আমরাও তাই করতাম। উইকেটটা খানিকটা বিভ্রান্তিকর ঠেকছে। অনেক ঘাস আছে। আমি খুব বেশি হতাশ নই কারণ এই পিচ থেকে কী আশা করব সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’