মালে-ঢাকায় সপ্তাহে ৬ দিন মালদ্বীভিয়ান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে

0
318

নীল পানির দেশ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জাতীয় বিমানসংস্থা মালদ্বীভিয়ান এয়ারলাইন্স ঢাকা রুটে সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।

 
আগামী ১ ডিসেম্বর থেকে মালে-ঢাকা-মালে রুটে বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন মালে থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে মালদ্বীভিয়ান এয়ারলাইন্স।

মালদ্বীভিয়ান এয়ারলাইন্স ঢাকা রুটে এই সিদান্ত গ্রাহক পরিশেবা হিসেবে গন্য করা হয়েছে।