শোক দিবস উপলক্ষে মালদ্বীপে চলচ্চিত্র প্রদর্শনী ” মুজিব আমার পিতা”

0
349
শোক দিবস উপলক্ষে মালদ্বীপে চলচ্চিত্র প্রদর্শনী " মুজিব আমার পিতা"

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী নারী ও শিশুদের জন্য গত বৃহৃপ্রতিবার (২৫শে আগষ্ট ) ২০২২, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক “মুজিব আমার পিতা” শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকমিশনার সহধর্মিণী মিসেস নাওমী নাহরীন।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ও পরিবারের নিহত অন্যান্য সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন ” মুজিব আমার পিতা” চলচ্চিত্র টি শিশু কিশোরদের জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশ এর সঠিক ইতিহাস জানার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

এই ধরনের চলচ্চিত্র ভবিষ্যত প্রজন্মের সামনে এগিয়ে চলা ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে রাজধানী মালে ও হুলোমালে এলাকায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী ও শিশু  অংশগ্রহণ করেন।