মালদ্বীপে এনবিএলের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

0
454
মালদ্বীপে এনবিএলের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেডের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১  মার্চ) প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর মো. হান্নান খান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হোসেন আখতার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) লিমিটেডের সিও মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনবিএলের সিনিয়র কর্মকর্তা মো. হায়দার আলী সাবু। গ্রাহক সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক মোহাম্মদ আলামিন।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় গ্রাহকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি মো. মেহমুদ হোসেন বলেন, প্রবাসীদের টাকা পাঠানোর ক্ষেত্রে লাখে ২ শতাংশ থেকে বাড়িয়ে প্রণোদনা ২.৫ শতাংশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকিং সেক্টরের ন্যাশনাল ব্যাংক প্রবাসীদের সবচেয়ে বেশি সেবা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের সুবিধার্থে আমরা নতুন নতুন স্কিম চালু করেছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মো. মজিবুর রহমান, মো. জাকির হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. আলিম দুরানী, মো. রবিউল আলম, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।