আবারও আইসিইউতে রওশন এরশাদ

0
704
আবারও আইসিইউতে রওশন এরশাদ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কোয়ারেন্টাইন কেবিনে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রওশন এরশাদের অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। এ ছাড়া আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। তাই তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে নেওয়া হয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।-ইত্তেফাক