গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

0
684

রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। শনিবার (২০ নভেম্বর) রাত ৯ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, রাত ৯টায় ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।